টাঙ্গাইল প্রতিনিধি
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এই স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলার মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়।
আজ সকালে দারুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম আল মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস উপহার তুলে দেন টাঙ্গাইল-৫ সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোমিন মিঞা, দারুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসরিম সিদ্দির্কীসহ শিক্ষ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।