Wednesday, January 21, 2026
Homeঅপরাধটাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। রোববার(৩০ নভেম্বর) দুপুরে সিনিয়র  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান ওই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের নাম ওয়াহেদুজ্জামান। তিনি সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়া গ্রামে মাদকাসক্ত ছেলে ওয়াহেদুজ্জামান টাকার জন্য মা-বাবার উপর অত্যাচার করতেন।  ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি তার মা ছেলের অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তার বাবা আব্দুস সামাদ একাই বাড়িতে ছিল।

রাতে মাদকের টাকার জন্য ছেলে ওয়াহেদুজ্জামান বাবাকে চাপ দিতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে তিনি শয়ন কক্ষে বাবা আব্দুস সামাদকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ভাই আব্দুর রশিদ বাদি হয়ে সখীপুর থানায় ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌশুলী (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, মামলার কিছুদিন পরই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে। রায়ের সময় আসামি ওয়াহেদুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। আদালতে সব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী গোলাম মোস্তফা মিয়া। তিনি বলেন, মামলার রায়ে তারা সন্তুষ্ট নন, উচ্চ আদালতে আপিল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য