Monday, December 1, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে শহরের বটতলায় সোমবার(১ ডিসেম্বর) দিনব্যাপী আলোচনার ভিত্তিতে ‘প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকায় টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার মু. জোবায়েদ মল্লিক বুলবুলকে সভাপতি, দৈনিক কালবেলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলকে সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি ইমরুল হাসান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত(দৈনিক আলোকিত বাংলাদেশ), আরমান কবীর সৈকত(দৈনিক নয়া শতাব্দী) ও মোস্তফা কামাল নান্নু(দ্যা ডেইলি নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার(দৈনিক ভোরের পাতা) ও শফিকুজ্জামান খান  মোস্তফা (বাংলাবাজার পত্রিকা), সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান(দৈনিক স্বাধীন সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক মোল্লা তোফাজ্জল দৈনিক মজলুমের কন্ঠ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম(দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম লিটন(দৈনিক আমার সংবাদ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সবুজ(দৈনিক আলোকিত প্রতিদিন), ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান মনির(দৈনিক ঢাকা), সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন(দৈনিক আজবেলা), সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম(দৈনিক কালের স্রোত), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ কাওছার(দৈনিক প্রতিদিনের কাগজ)।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন- মো.কামরুজ্জামান(দৈনিক বর্তমান কথা), মহিউদ্দিন সুমন(সংবাদ সংস্থা বাসস), সুমন কুমার রায়(দৈনিক সময়ের আলো), মো. আলমগীর হোসেন(দৈনিক আমার সময়)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য