Tuesday, August 12, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলে পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলে পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে দুই শিশুর মৃত্যু

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে পুকু‌রের বা‌ড়ি‌তে দুই শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এরআগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সম্প‌র্কে তারা খালা ভা‌গ্নি। 

শ‌নিবার (২ সে‌প্টেম্বর) সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। দুই শিশুরা হ‌লেন, উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)। ‌নিহত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া জানান, সকা‌লে তারা বা‌ড়ির পা‌শেই খেলাধুলা করা শে‌ষে গোসল করার জন‌্য পুকু‌রে নে‌মে‌ছিল। প‌রে সেখা‌নে জান্না‌তি ও সা‌দিয়া পা‌নি‌তে ডু‌বে যায়। তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকু‌রের পা‌নি‌তে নে‌মে দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসি। ভুঞাপুর স্বাস্থ্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুইশিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিল।ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) কামরুল হো‌সেন ব‌লেন, দুই শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য