Monday, August 11, 2025
Homeসড়ক দুর্ঘটনাটাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মহাসড়‌কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হ‌য়েছে। 
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক মো. আমিনুল ইসলাম (৫১) জেলার বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মো. গনি মিয়ার ছেলে এবং জসিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
নিহত আমিনুল ইসলামের মামাতো ভাই আব্দুল লতিফ মঞ্জু বলেন, আমিনুল টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকায় বসবাস কর‌তেন। ভোরে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়ি জসিহাটি যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান জানান, ঘটনার পর মর‌দেহ‌টি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এছাড়া ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহ‌তের মর‌দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য