টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদের টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসুচী পালিত হয়। পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছোট মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রতিরোধ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে। আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসুচীতে অংশ নেন।