Friday, November 28, 2025
Homeঅপরাধজীবননগরে সোনালী ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা

জীবননগরে সোনালী ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা

চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের একটি শাখায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাড়ে আট লাখ টাকা লুটে নিয়ে গেছে। উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, রোববার দুপুরে হেলমেট মাথায় দেয়া তিনজন দুর্বৃত্ত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। তারা প্রথমে ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে একে একে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর মাথায় পিস্তল ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে।

তিনি জানান, দুর্বৃত্তরা ব্যাংক ম্যানেজারের কাছে জানতে চায় টাকা কোথায় আছে? এরপর অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্যাংক থেকে নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা লুট করে মোটরসাইকেলযোগে চলে যায়। পরে জীবননগর থানা পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসে। জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের কাছে থেকে বিস্তারিত শুনলাম। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য