গভীর শোক ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার,গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সাতবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতরাতে ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
জনাব ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে বিপ্লবী সংবাদ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তাঁর মতো মহান হৃদয়ের মানুষের মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি । গনতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।