Saturday, August 2, 2025
Homeসড়ক দুর্ঘটনাচিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ৪

দিনাজপুরের চিরিরবন্দরে একটি বিআরটিসি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। নিহত সবাই ভ্যানযাত্রী ছিলেন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।  এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য