সবার চোখ ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে চুপিসারে বিমানবন্দর ছাড়েন। এর আগে ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই প্রবেশ করতে ব্যর্থ হয়ে দেশে ফেরেন আজ বিকেল ৪টা ৫১ মিনিটে। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। দেশে ফেরার সময় তাঁর পরনে ছিল জিন্সের নীল রঙের প্যান্ট, গায়ে ছিল অ্যাশ রঙের হুডি জ্যাকেট।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, প্রথমে ডা. মুরাদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু, সেখানে অনেক গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখে তিনি ভেতরে চলে যান।নাম প্রকাশ না করা এই সূত্রটি বলছে, ‘এরপর মুরাদ হাসান বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে থেকে সাধারণ যাত্রীদের সারিতে দাঁড়িয়ে তিনি বিমানবন্দর ছাড়েন। বাইরে তাঁর জন্য একটি গাড়ি প্রস্তুত ছিল। তারপর তিনি কোথায় গেছেন, তা আমি জানি না।
বিকেলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেছিলেন, ‘যখন কোনো ব্যক্তিকে নিয়ে প্রশ্ন ওঠে তখন নিয়ম অনুযায়ী তাঁকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে।জানা গেছে, করোনার দুই ডোজ টিকার সনদ না থাকায় দেশ ছেড়ে উড়াল দেওয়া ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি।