Tuesday, August 12, 2025
Homeঅপরাধগুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১

গুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর গুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বিপ্লবী সংবাদকে বলেন, ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে তিনি জানান।

এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ বিপ্লবী সংবাদকে বলেন, ছাদে এসি মেরামতের সময় হয় তো কোনো ত্রুটির কারণে নিচ তলায় বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ছাদে এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি দুবাইয়ের ভিসা সেন্টার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য