Saturday, August 2, 2025
Homeবিনোদনঐশ্বরিয়াকন্যা আরাধ্যার কণ্ঠে ভজন

ঐশ্বরিয়াকন্যা আরাধ্যার কণ্ঠে ভজন

তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন গানও গাইতে জানে। পারে মন্ত্র পাঠ করতেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই আরাধ্যা বচ্চনের স্কুলের বিভিন্ন পরিবেশনার ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি। এবার মেয়ের গাওয়া ভজন শেয়ার করলেন ঐশ্বরিয়া।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আরাধ্যার ভিডিও শেয়ার করেন সাবেক বিশ্বসুন্দরী।

যেখানে দেখা যাচ্ছে, ‘জয় সিয়া রাম’ শিরোনামের একটি ভজন গাইছে ছোট্ট আরাধ্যা। এর ক্যাপশনে অ্যাশ লিখেছেন- ‘দিওয়ালি স্পেশাল।’

জানা গেছে, দিওয়ালি উৎসবে এ ভজনটি গেয়েছে আরাধ্যা বচ্চন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য