Tuesday, July 1, 2025
Homeবাংলাদেশএমপি খালেদা বাহার বিউটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

এমপি খালেদা বাহার বিউটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদে ভোলা জেলার সংরক্ষিত নারী আসনের এমপি খালেদা বাহার বিউটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। আজ (৪মার্চ) জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সভায় খালেদা বাহার বিউটি কে সদস্য নির্বাচিত করা হয়।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা বাহার বিউটি বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন ভোলা থেকে নির্বাচিত হন। ওই দিন নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনের ৫০ বিজয়ী নারী সদস্যদের নাম ঘোষণার গেজেট প্রকাশ করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পর এমপি খালেদা বাহার বিউটি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য খালেদা বাহার বিউটি ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমানের মেয়ে ও বহুল প্রচারিত বিপ্লবী সংবাদ নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক মহিবুর রহমান আদনানের মেজ ফুফু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য