Monday, August 11, 2025
Homeবাংলাদেশএটিএন বাংলার আজীবন সন্মাননা পেলেন ৭ গুণীজন

এটিএন বাংলার আজীবন সন্মাননা পেলেন ৭ গুণীজন

গত ১৫ জুলাই প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গৌরবময় রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে এটিএন বাংলা। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, মমতাজ, রফিকুল আলম, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, শুভ্র দেব, ঐশি এবং ড. মাহফুজুর রহমান। 

এ ধারাবাহিকতায় ১৯ জুলাই প্রচার হয় বিশেষ অনুষ্ঠান ‘উৎসবে রজতজয়ন্তী। আলী আজগর ইমনের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ এবং রুমানা আফরোজ। নৃত্য পরিবেশন করেন তারিন, সোহানা সাবা, মেহজাবিন, শখ, ইমন, চাঁদনী, নিসা, তমা মির্জা, দিঘি, স্মিতা ও ফ্লাই ফারুক। এ ছাড়া গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন –  ফেরদৌসী রহমান, সুজাতা আজিম, দিলারা জামান, আবুল হায়াত, খুরশিদ আলম, নওয়াজীশ আলী খান এবং এম শামসুল হুদা। পুরস্কার প্রদান পর্বটি উপস্থাপনা করেন জ ই মামুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য