Monday, August 11, 2025
Homeরাজনীতিআওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে: আইনমন্ত্রী

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে: আইনমন্ত্রী

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র স্থাপন করেছে।

বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি সংবিধান আছে। সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে তা লিখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।’

এর আগে আইনমন্ত্রী সকাল সোয়া ১০টায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান। এ সময় স্টেশনে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংঠনের নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

এ ছাড়া আখাউড়া থেকে কসবা যাওয়ার পথে আনিসুল হক পৌরশহরের রাধানগর হাজী মহল্লায় পুনঃনির্মিত মসজিদে নূরের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য