Friday, August 1, 2025
Homeদেশগ্রামঅস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণ, ধর্ষক সুরুজ আটক

অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণ, ধর্ষক সুরুজ আটক

রাজশাহীর বাঘায় স্বামী বাড়িতে না থাকার সুবাদে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কলিকগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে সুরুজ মালিথা নামে এক ধর্ষককে আটক করেছে।

আটককৃত সুরুজ পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাঘা থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, উপজেলার কলিকগ্রাম এলাকার জনৈক দিন মজুর অত্র এলাকায় এই মুহুর্তে কাজ না থাকায় তিনি নাটোর অঞ্চলে ৫ দিন পূর্বে ধান কাটার কাজে যান। আর এ সুযোগটি কাজে লাগিয়েছে ঐ এলাকার তিন ব্যাক্তি। এলা হলো কলিকগ্রাম এলাকার এলু মালিথার ছেলে ঝুন্টু মালিথা (৩৫), রুবান মালিথার ছেলে সুরুজ মালিথা (৩৬) এবং গুলমাল প্রাং এর ছেলে রুজদার (৪২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য