ভোলায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাসির উদ্দিন (৭২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত নাসির ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাগ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দরিদ্র নাসির উদ্দিন ওই গ্রামের চরফ্যাশন-বেতুয়া সড়কের বেতুয়া বেঁড়ি বাঁধ এলাকায় একটি পানের দোকান করে জীবন পরিচালনা করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সে দোকান খুলে কেনা-বেচা করছিলেন। দুপুরের দিকে স্থানীয় একটি ইট ভাটা থেকে ইট ভর্তি করে ট্রাকটি বেতুয়া বেঁড়ি বাঁধ এলাকায় উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নাসিরের দোকানে উঠিয়ে দিলে প্রচণ্ড ধাক্কায় ট্রাকটি উল্টে পড়ে যায়।
পরে স্থানীয়রা নাসিরকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর নাসির উদ্দিনের মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















