Sunday, November 3, 2024
Homeআইন-আদালতস্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ আয়েশা সিদ্দিকাকে (২৭) মারধর করে আহত করার ঘটনায় দায়ের কর মামলায় স্বামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর চার আসামি পলাতক রয়েছে। শনিবার ভোরে সুধারাম মডেল থানা পুলিশ দূর্গানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন জানান, নির্যাতনের ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত বুধবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি তার স্বামী আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিত ওই নারীর অভিযোগ, সাত বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তাকে শারীরিক নির্যাতন করতো স্বামী, দেবর, ননদ ও শাশুড়ি। নিরুপায় হয়ে কয়েক বছর আগে তার শিক্ষক বাবার কাছ থেকে ২ লাখ টাক নিয়ে স্বামী শাশুড়িকে দিলে কয়েকদিন নির্যাতন বন্ধ থাকে। কিছুদিন যাওয়ার পর তার স্বামী বিদেশ যাবে এ কথা বলে পুনঃরায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে। এতে তিনি অপারগতা প্রকাশ করলে শুরু হয় আবার নির্যাতন। সবশেষ গত ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে স্বামী, দেবর, ননদ ও শাশুড়ি মিলে তাকে মারধর শুরু করে। এর একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। অসুস্থ অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে গুডহিল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। মামলা তুলে নিতে তার দেবর গুলজার হোসেন বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন নির্যাতিত ওই গৃহবধূ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য