Tuesday, July 8, 2025
Homeবিনোদনস্টার গ্রুপের চ্যানেল বন্ধে কোয়াবের হুমকি

স্টার গ্রুপের চ্যানেল বন্ধে কোয়াবের হুমকি

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে স্টার গ্রুপের চ্যানেল বন্ধে কোয়াবের হুমকি দেওয়া হয়। কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ আগামী ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, “বিভিন্ন নেটওয়ার্কে জাদু ভিশন লিমিটেডের বন্ধ করে দেওয়া স্টার গ্রুপের সিগন্যাল পুনঃসংযোগ না দিলে স্টার গ্রুপের স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।” কেবল টিভি নেটওয়ার্ক চ্যানেলগুলোতে ফ্রি-টু এয়ার চ্যানেল ছাড়াও সরকার অনুমোদিত বিদেশি পে-চ্যানেল রয়েছে বলে জানান তিনি।পারভেজ বলেন, “বর্তমানে বাংলাদেশে ৪টি বিদেশি পে-চ্যানেল পরিবেশক রয়েছে। এর মধ্যে জাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের (স্টার প্লাস, স্টার জলসা, ন্যাশনাল জিওগ্রাফিক, স্টার গোল্ড ও লাইফ ওকে) বাংলাদেশের পরিবেশক হিসেবে ২০১০ সাল থেকে ব্যবসা করে আসছে। গত ১০ বছর ধরে এ প্রতিষ্ঠানের সাথে নিরবচ্ছিন্ন ব্যবসা পরিচালনা করে আসছি।” গত কয়েকমাস ধরে জাদু ভিশনে নিয়োগকৃত দেশি ও বিদেশি কর্মচারীরা কেবল অপারেটরদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে যাচ্ছে বলে তার অভিযোগ। তিনি বলেন, “নানা অজুহাতে এ মহামারীর মধ্যে তাদের পরিবেশিত পে-চ্যানেল বন্ধ করে দিচ্ছে। গত জুন নাগাদ কেবল অপারেটরদের কাছে জাদু ভিশনের সব পাওনা পরিশোধ থাকলেও এরপর থেকে নানা অজুহাতে কেবল অপারেটরদের পে-চ্যানেল বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেন পারভেজ। অজুহাতের বিষয়ে জানতে চাইলে পারভেজ বলেন, “এক-দুই মাসের ফি বকেয়া হলেই সংযোগ বন্ধ করে দিচ্ছে, যা আগে কখনও করা হত না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য