সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালককে শোকজ

পরিচালকের বদলির প্রকাশ্যে সমালোচনা করায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালক  ডা. কে এম মামুন মোর্শেদকে শোকজ করা হয়েছে।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেয়া নোটিশে তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। নোটিশে ডা. কে এম মামুন মোর্শেদকে বলা হয়, আপনি গত ৫ নভেম্বর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালকের (ভারপ্রাপ্ত) এর বদলি আদেশের বিরুদ্ধে হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা, সেবক/ সেবিকা ও কর্মচারীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন।এতে সরকারি আদেশের সমালোচনা ও বিষেদাগার করা হয়, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এর পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর তিন (বি) বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এমন কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা গেছে, গত ৫ নভেম্বর ডা. মামুন মোর্শেদের নেতৃত্বে ডা. উত্তম কুমার বড়ুয়ার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রবেশপথ এবং দোতলায় দুটি বড় ডিসপ্লেতে এই বিদায়ী সভা প্রদর্শন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here