আজ ৩০জানুয়ারী, ২০২৩ইং তারিখ কক্সবাজারের হোটেল কল্লোলের হল রুমে সুইট এগ্রোভেট লিঃ এর বাৎসরিক বিক্রয় সম্মেলন, ২০২২ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সুইট এগ্রোভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজুরুল হুদা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুইট আইটেক এর চেয়ারম্যান ও সেনা কল্যান ইন্স্যরেন্সের লিঃ ব্যবস্থাপনা পরিচালক ব্রিঃ জেনারেল শফিক শামীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সুরাইয়া পারভীন শেলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইট এগ্রোভেট লিঃ এর পরিচালক, মোঃ শরিফুল হুদা, পরিচালক শায়লা পারভীন সুইট, পরিচালক মোঃ মোক্তার আলী, টেন এ ফিসারিজ এর সিইও এ, এইচ, এম, বজলুর রশিদ, মিসেস আম্বিয়া পারভিন এবং প্রফেসর আক্তার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুইট এগ্রোভেট লিঃ এর ডিজিএম মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুইট এগ্রোভেট লিঃ এর মার্কেটিং ম্যানেজার রাব্বি আল হুদা, কো-অডিনেটর মোঃ শাহজব আলী পিন্টু।
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মনজুরুল হুদা তার বক্তব্যে বলেন, সুইট এগ্রাভেটের সকল কর্মকর্তা ও কর্মচারীরা সঠিক ভাবে কাজ করলে আমাদের কোম্পানী একদিন দেশের বড় কোম্পানীতে পরিনত হবে।