Tuesday, November 5, 2024
Homeদেশগ্রামসড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

সড়কে প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় সোহেল রানা নামের (৩৮) এক যুবক গাড়ি চাপায় নিহত হয়েছেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ও ইউনিমেট ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকালে সাভার থেকে মোটরসাইকেল যোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ইউনিমেট ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সোহেল রানা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

সাভার হাইওয়ে থানার ওসি গোলাম মোস্তফা বিপ্লবী সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক তাকে চাপা দেয়। যে ট্রাকটি চাপা দিয়েছে সেটি ধরতে পুলিশ কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য