Tuesday, January 27, 2026
Homeদেশগ্রামশেখ হাসিনা আমাকে মানুষের উন্নয়নের জন্য মনোনীত করেছেন :এমপি বিউটি

শেখ হাসিনা আমাকে মানুষের উন্নয়নের জন্য মনোনীত করেছেন :এমপি বিউটি

ভোলায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা বাহার বিউটি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মানুষের উন্নয়নের জন্য মনোনীত করেছেন, আমি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে বদ্ধপরিকর। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা লালমোহনে তার নিজ উপজেলায় আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা তিনি বলেন।
লালমোহন বাজরের দত্তপাড়া মোড় এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত খন্দকার এ হাফিজসহ অন্যান্যরা।
এর আগে এমপি খালেদা বাহার বিউটি লালমোহনে আসলে স্থানীয় ও অন্যান্য নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যার্থনা জানায়। পরে তিনি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য