Sunday, September 8, 2024
Homeঅপরাধলালমোহন ধলীগৌরনগর কলেজে ট্রান্সক্রিপ্ট ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

লালমোহন ধলীগৌরনগর কলেজে ট্রান্সক্রিপ্ট ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন ধলীগৌরনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ট্রান্সক্রিপ্ট নিতে জনপ্রতি ১২০০ টাকা আদায় করা হচ্ছে। কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালও ওপেন স্বীকার করেছেন ট্রান্সক্রিপ্ট ফি ১২০০ টাকা করে নেওয়ার কথা। তারা জানান, কলেজের কমিটি এই ফি নির্ধারণ করে দিয়েছে।
জানা গেছে, ধলীগৌরনগর ডিগ্রি কলেজে নানা অনিয়মের মধ্য দিয়ে কলেজ পরিচালনা করেন অধ্যক্ষ মো. আকবর হোসেন। ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট বিনামূল্যে দেওয়ার নিয়ম থাকলেও কোন প্রতিষ্ঠানই তা মানছেন না। ধলীগৌরনগর কলেজেও একই ধারায় ফি নির্ধারণ করে নিয়েছেন। এর আগে ফরম ফিলাপের সময়ও অতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ রয়েছে। তার সাথে যুক্ত করেন দুই বছরের বেতনের টাকা।
এবিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আকবর হোসেনের কাছে জানতে চাইলে তিনি ট্রান্সক্রিপ্ট ফি ১২০০ টাকা নেওয়ার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য