Monday, July 14, 2025
Homeঅপরাধলালমোহনে একরাতেই ২০ আসামি গ্রেফতার

লালমোহনে একরাতেই ২০ আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় এক রাতেই ওয়ারেন্টভূক্ত ও বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর খলিফা (৫০), মো. সিরাজ খান (৪২), মো. জামাল বেপারী (৫৫), মো. জাহাঙ্গীর মোল্লা (৪৫), মো. বজলু মাতাব্বর (৪৫), মো. সবুজ (২৬), মো. নূরুল ইসলাম (৫৫), মো. সালাউদ্দিন (৪০), মো. নবী (৪০), মো. জসিম উদ্দিন (৩৪), মো. রতন (৩০), মো. মনজু (৪২), মো. সিদ্দিক (৩৯), মো. ইব্রাহিম (৫৫), মো. জাকির (৫০), মো. রাশেদ (২৪), মো. মহিউদ্দিন (২৪), মো. শরিফ খলিফা (৩৫), মো. ইউসুফ (২৭) এবং মো. জিসান (১৭)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এসব ব্যক্তিরা ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার আসামি। আমাদের নিয়মিত কাজের অংশহিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য