Sunday, November 3, 2024
Homeঅপরাধরাজধানীতে প্রতারণার অভিযোগে ২ জন আটক

রাজধানীতে প্রতারণার অভিযোগে ২ জন আটক

রাজধানীর মগবাজর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগ।  আটক ব্যক্তিরা হলেন মো. আশরাফ আলী খান (৫২) ও মো. আব্দুল কাদির আনোয়ার (৪৩)। তাদের আটকের বিষয়টি জানান ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার।

তিনি জানান, রাজধানীর মগবাজর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দু’জন প্রথমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়ে সখ্য গড়ে তুলতেন। এরপর তারা নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনো আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন।তিনি আরও জানান, মিথ্যা পরিচয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন তারা। এ তারা অনেকের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। টাকা হাতিয়ে নেওয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যেতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য