রাজধানীর কদমতলীতে সোমবার দুপুর ১২টার দিকে চান টেক্সটাইল মিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাদিয়া ইসলাম শিফা নামে আড়াই বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারের যাত্রী হামেদ জামিল জানান, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি চান টেক্সটাইল মিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতাল ও পরে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী জামিল বলেন, আমি প্রাইভেটকার থেকে নেমে শিশুটিকে উদ্ধার করতে যেতেই চালক দ্রুত পালিয়ে যায়।নিহতের খালা শারমিন জানান, বাসার অদূরে খেলাধুলার জন্য বের হয়েছিল। পরে তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মৃত শিশুটি ঢাকা ম্যাচ ফ্যাক্টরি চান টেক্সটাইল মিল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামে। তার বাবা সাইফুল ইসলাম পেশায় তারকাটা ফ্যাক্টরির মিস্ত্রি। বাবা-মায়ের একমাত্র কন্যাসন্তান ছিল শিফা।