বরিশাল উজিরপুরে মাস্ক না পরায় ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইমামসহ ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণতি বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী, শিকারপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় একজন চেয়ারম্যান, একজন মেম্বার ও একজন ইমামসহ ১২ জনের কাছ থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।