Sunday, February 1, 2026
Homeশিক্ষা সংবাদবাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বিজয় দিবস পালিত

বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় বিজয় দিবস পালিত


লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মো. মতিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল মান্নান, মাও: হেলাল উদ্দিন, মাও: আসাদুল্যাহ, শিমু, আবু তাহের, হাসান শাহাজাদা, রিয়াদ উদ্দিন প্রমূখ।
আলোচনায় বক্তরা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঘোষণা দেওয়া ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। সেই থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য