বরিশালে নির্মাণাধীন ভবন থেকে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর একটি নির্মাণাধীন ভবন থেকে আবদুল কুদ্দুস (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কলেজ অ্যাভিনিউয়ের ছয়তলা নির্মাণাধীন ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪নং রানাপাশা গ্রামের বাসিন্দা। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ওই নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করতেন।

নির্মাণাধীন ভবনের মালিক রাশেদ মাহামুদ অপু জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচতলায় ওই শ্রমিকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর পর পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে। বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শারীরিকভাবে অসুস্থ ছিলেন আবদুল কুদ্দুস। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান সহকারী কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here