ফেনী প্রতিনিধিঃ
ফেনী সীমান্তের নোম্যানসল্যান্ডে ২ ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন– পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও স্বপন (২৪)। কাউন্সিলর স্বপন জানান, মরদেহের পাশে একটা ছাতা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। কীভাবে মারা গেছেন কোনো অনুমান করা যাচ্ছে না।সুত্র জানান, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রোববার ভোরে দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফেনী ব্যাটালিয়নের (৪-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান যুগান্তরকে জানান, সীমান্ত এলাকায় মরদেহ দুটি উদ্ধারের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।