Friday, June 20, 2025
Homeবিনোদনপ্রতি মাসে রোববার চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি

প্রতি মাসে রোববার চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি

প্রতি মাসের প্রথম রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। আর এই সুযোগ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত থাকবে। শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এ ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশনা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য