Sunday, November 10, 2024
Homeশীর্ষ সংবাদপদ্মা নদীতে অল্পের জন্য রক্ষা পেল ৩০০ লঞ্চযাত্রী

পদ্মা নদীতে অল্পের জন্য রক্ষা পেল ৩০০ লঞ্চযাত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ডুবতে বসা একটি লঞ্চের ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আজ  শুক্রবার সকালে এম ভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে মাঝিকান্দি ঘাটে যাওয়ার পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে ডুবতে বসে লঞ্চটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কোস্টগার্ড সদস্যরা। তাঁরা লঞ্চের ৩০০ যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া যাত্রীদের পরবর্তী সময়ে লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য