Wednesday, July 2, 2025
Homeআইন-আদালতনোয়াখালতে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

নোয়াখালতে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বুধবার ঘরে ঢুকে কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টা ও তার বাবাকে মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।এর আগে গত ২৭ অক্টোবর রাত ৯টায় উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬নং খাসেরহাট বাজারের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার রাতে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস এর সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় ওই কলেজছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস ও তার ভাই বাবু লাল দাস। অভিযুক্ত বখাটে সন্ত্রাসী প্রেমলাল দাস গামছাখালী গ্রামের শংকর দাসের ছেলে। স্থানীয়দের অভিযোগ, রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ রাজু বাহিনীর একাধিক সদস্যের ভয়ে স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এলাকা ছেড়ে অন্যত্র থেকে পড়া লেখা করছে। পুলিশ পরিদর্শক তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য