মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরকে লেখা এক চিঠিতে জানিয়েছেন যে, তিনি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেই চিঠিতে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, নরওয়েজীয় নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় তিনি এখন শান্তির চিন্তা করার বিষয়ে আর কোনো ‘দায়বদ্ধতা’ বোধ করছেন না।
গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে এক আলোচনার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এই চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে তার পুরনো দাবি পুনরাবৃত্তি করেছেন। শান্তির বদলে তার এই কঠোর ও আগ্রাসী অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাম্পের এমন মন্তব্যের পর কূটনৈতিক অঙ্গনে বিশেষ করে নরওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


















