Wednesday, July 2, 2025
Homeআন্তর্জাতিকনিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি

নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি

নিজস্ব প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অনুরোধে, ইতালিতে অবস্থানের বৈধতা থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’  খবর ইউএনবির। তাদের বিষয়টি ইতালিয়ান পুলিশ যাচাই করবে এবং তারপর তাদের ভিসা দেয়া হবে, বলেন মন্ত্রী।আবদুল মোমেন জানান, ইতালির রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুত পুলিশের যাচাই শেষ করার চেষ্টা করবেন। তিনি বলেন, ইতালি এখনও নিয়মিত ভিসা দেবে না। শুধুমাত্র যাদের ইতালিতে অবস্থানের বৈধ কাগজ আছে (যাদের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইতালিয়ান কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে) তাদের জন্য এ ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য