নারায়ণগঞ্জের ফতুল্লায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার গলাচিপা এলাকার আউয়াল চেয়ারম্যানের বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ির বালুমাঠ থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোস্তফা হাওলাদার ডিপ টিউবওয়েল কন্ট্রাক্টর ছিলেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের নাম-পরিচয় পেয়েছি বিস্তারিত পরে জানাব। তবে কীভাবে লোকটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।