নওগাঁয় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের জবার মোড় নামক স্থানে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকার সুখেন্দ্রনাথের ছেলে পরিতোষ চন্দ্র বর্মণ (৪৫) ও জেলার নিয়ামতপুর উপজেলার মালাহার গ্রামের মহাদেব চন্দ্রের ছেলে জয়দেব বর্মণ (৩৫)।
স্থানীয়রা জানান, পরিতোষ চন্দ্র বর্মণ ও জয়দেব বর্মণ পরস্পরের আত্মীয়। নওগাঁ শহরে কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে পরিতোষ চন্দ্র বর্মণের বাড়ি ভীমপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক জবার মোড়ে তাদের মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।






















