পিকে হালদারের দেশে ফিরতে বাধা নেই। তবে দেশে ফেরা মাত্র তাকে গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ বুধবার দুপুরে এই আদেশ দেন।
পি কে হালদার দেশে ফিরলে অপহরণ হতে পারে, সেই শঙ্কা থেকে এই আদেশ দেয়া হয়েছে বলে জানায় হাইকোর্ট।
আইনের হেফাজতে থেকে যাতে পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারে, সে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
এর আগে, দেশে ফিরে আদালতের হেফাজতে থাকার অনুমতি চেয়ে পি কে হালদারের পক্ষে হাইকোর্টে আবেদন করে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি। তার বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ রয়েছে।
গত ২১ জানুয়ারি পি কে হালদারসহ ২০ জনের পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় হাইকোর্ট।