টাঙ্গাইল প্রতিনিধি
দেশব্যাপি বিএনপি জামাতের সমমনা দলগুলোর টানা তিনদিনের অবরোধের প্রথম দিন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। মহাসড়কে দূর-পাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দু’একটি পন্যবাহি ট্রাক ছাড়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের কড়া নজরদারি দেখা গেছে। অপরদিকে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।
টাঙ্গাইল সদর থানার ওসি মো.আবু ছালাম জানান মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই নজর দারিতে আছি। আমাদের উদ্যেশ্য কোন বিশৃংখলা যেন কেউ সৃষ্টি করতে না পারে।