Sunday, January 25, 2026
Homeআন্তর্জাতিকঢাকা ইমপিরিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পা‌লিত

ঢাকা ইমপিরিয়াল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পা‌লিত

অদ্য ২১/০২/২০২১, রবিবার, ঢাকা ইমপিরিয়াল কলেজ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের শুরুতেই ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সকল শহিদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব মডারেটর ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল বার্ক। মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও প্রেক্ষাপটের উপর তথ্যভিত্তিক আলোচনায় অংশগ্রহন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ নাজিমুল হক হক্কানী এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাগর ভট্টাচার্য্য।কলেজ উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বাংলা ভাষার গুরুত্ব অনুধাবন করে সবাইকে ভাষার সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ জনাব আরিফ আহমদ শিক্ষার্থীদের সর্বস্তরে বাংলা ভাষার যথোপযুক্ত ব্যবহারের আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ক্ষুদে বার্তা লেখার ক্ষেত্রে ইংরেজি অক্ষরে বাংলা না লিখে সার্বিকভাবে বাংলা লেখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ভাষার গান পরিবেশন করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ. টি. এম জাহাঙ্গীর এবং জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিলন কান্তি। এছাড়াও একুশের কবিতা আবৃত্তি করেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ শাকিবুল হক শিকদার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ শাকিবুল হক শিকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য