Tuesday, June 6, 2023
Homeবাণিজ্যঢাকার শ্যামলীতে টুয়েলভ ক্লদিংয়ের নতুন আউটলেটের উদ্ভোধন

ঢাকার শ্যামলীতে টুয়েলভ ক্লদিংয়ের নতুন আউটলেটের উদ্ভোধন

মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন

আজ বৃহস্পতিবার বিকালে বিনোদন জগতের দুই তারকা চিত্রনায়ক শরীফুল রাজ ও অভিনেত্রী মেহেজাবিন মোহাম্মদপুর শ্যামলীর রিং রোডের টাইমস স্কয়ারে টুয়েলভ ক্লদিংয়ের নতুন আউটলেটের উদ্ভোধন করেন।

উদ্বোধন শেষে চিত্রনায়ক শরীফুল রাজ ও অভিনেত্রী মেহেজাবিন উপস্থিত ক্রেতাদের বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ টুয়েলভ ক্লদিংয়ের সাখে জরিত আছি। টুয়েলভ ক্লদিংয়ের পোষাক উন্নতমানের কাপড়ে তৈরী এবং টুয়েলভ ক্লদিংয়ের পোষাক এর গুনগত মান ভাল। আপনারা আসন্ন ঈদে টুয়েলভ ক্লদিংয়ের পোষাক কিনে আনন্দের মাত্রা বাড়ান।     

টুয়েলভ ক্লদিংয়ে আছে পুরুষ, মহিলা ও শিশুদের বাহারী পোষাকের সমাহার। উদ্ভোধন উপলক্ষে সকল পন্যের উপর আছে ২০% মুল্য ছাড়।টুয়েলভ ক্লদিংয়ের সহকারী ম্যানেজার, মার্কেটিং সজল কুমার মিত্র জানান, আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে আমাদের শোরুমে আছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী রকমারী পোষাক। তিনি টুয়েলভ ক্লদিংয়ের নতুন আউটলেটে ঈদের শপিং করার জন্য সকলকে আমন্ত্রন জানান।মোহাম্মদপুরের শ্যামলীর টুয়েলভ ক্লদিংয়ের ঠিকানা হচ্ছে টাইমস স্কয়ার প্লট নং-সি/৫, ব্লক-এফ মোহাম্দদপুর রিং রোড, ঢাকা।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য