ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ছোট হোক বা বড় হোক অপরাধ করলে ছাড় পাবে না কেউ। শনিবার দুপুরে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান শেষে মহাপরিচালক এ কথা বলেন।
মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘ড্রাগ লাইসেন্সবিহীনভাবে কোনো ফার্মেসিকে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, সেখানে ফার্মাসিস্টও থাকতে হবে। ফার্মেসিতে ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যেকোনো এক ধরনের ফার্মাসিস্ট থাকতে হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, কেউ ছাড় পাবে না। অভিযানে মোট ১২টি ফার্মেসি থেকে লক্ষাধিক টাকা মূল্যের অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। সে সময় কোনো ফার্মেসিতেই রেজিস্ট্রার্ড ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন না। অভিযানে ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় একটি ফার্মেসি সিলগালা করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ফার্মেসিগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা জানিয়েছে তারা।