নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানানোয় এবারের আসর থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেশটিতে খেলার বিষয়ে আপত্তি জানিয়ে বিকল্প ভেন্যুর প্রস্তাব দেওয়া সত্ত্বেও আইসিসি (ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা) বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাদের অবস্থান অটল রেখেছে। ফলে, বাংলাদেশকে ছেড়ে আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের জন্য নতুন দল চূড়ান্ত করেছে আইসিসি।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকবাজ জানিয়েছে, গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা ছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরো ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি।


















