Tuesday, June 6, 2023
Homeআইন-আদালতচিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি। গ্রেফতারের পর তাকে আদালতে নেওয়া হয় সেখানে থেকে তাকে কারাগারে পাঠানো হয়। আজ শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহির স্বামী রকিব সরকার এখনও পলাতক।

এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এবং জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য