ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে গত বৃহস্পতিবার রাতে দায়িত্বে অবহেলা ও ঘুষ নেওয়ার অভিযোগে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া বরখাস্ত করা হয়েছে কনস্টেবল এমদাদকে। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন। ওসি মোখলেছুর রহমানের স্থলে পদায়ন করা হয়েছে আবদুল কাদের মিয়াকে। শেরপুর পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল কাদের এর আগে শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ছিলেন। এরপর মিশনে দেশের বাইরে যান। পরে শেরপুর জেলায় দায়িত্বপালন করেন। জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের আসাদুজ্জামান লুলু নামের এক ব্যক্তি তাঁর সম্পদহানির আশঙ্কা নিয়ে গত ২১ অক্টোবর (বুধবার) রাতে স্থানীয় নয়ন মিয়া ও তাঁর চার ভাইসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ সময় ওসি মোখলেছুর রহমান আকন্দ তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ লুলুর। আসাদুজ্জামান লুলুর দাবি, ২২ অক্টোবর সকালে থানায় গিয়ে ওসিকে প্রথমে ১০ হাজার, পরে পাঁচ ও দুই হাজার টাকা মিলিয়ে মোট ১৭ হাজার টাকা দেন তিনি। এ ছাড়া অভিযুক্তদের ধরে আনার জন্য পুলিশ কনস্টেবল এমদাদকেও দেড় হাজার টাকা দেন। এদিকে, ওইদিন সকাল ১০টার দিকে নয়ন মিয়া ও তাঁর চার ভাইসহ তাঁদের লোকজন লুলুর বাগানের গাছপালা ও পানের বরজ ভাঙচুর করে। এ ছাড়া তাঁর বাড়ির টিউবওয়েল নিয়ে যায় এবং জমিতে টিনের বেড়া দিয়ে দখল নেয়। এ সময় লুলুর ভাই আবু রায়হান রুমেল বাধা দিলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনা দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলেও কোনো আইনগত ব্যবস্থা নেননি ওসি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘তাঁর (ওসি মোখলেছুর রহমান আকন্দ) বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। বদলি করা হয়েছে প্রশাসনিক কারণে।’