Friday, November 28, 2025
Homeদূর্ঘটনাকালিহাতীতে বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কালিহাতীতে বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান আলী কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারান্দিয়া টিআরকেনএন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য। নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তথ্যটি নিশ্চিত করে জানান সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করতেছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান। রমজান আলী একজন সমাজসেবক ও সজ্জন মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও একমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেন গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে বুধবার মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য