Tuesday, January 20, 2026
Homeদেশগ্রামএবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে-উপদেষ্টা ফাওজুল করিম খান

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে-উপদেষ্টা ফাওজুল করিম খান

টাঙ্গাইল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। 

তিনি বলেন, এ নির্বাচন আগের যে কোন নির্বাচনের মত যেনতেন নয়। এ নির্বাচন জাতি হিসেবে নির্দেশনা দিবে। সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের কোন দল নাই, কোন প্রার্থী নাই। 

সৃতরাং সবাই আমাদের প্রার্থী। একটি উৎসবমুখল পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কারো পরামর্শে, নির্দেশনায় ও ইছায় ভোট দিবেননা। নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। 

আশা করছি এর ফলে আমরা একচি প্রতিনিধিত্বশীল সরকার পাবো। যারা জনগনের প্রভু না হয়ে, জনগনের প্রতিনিধি ও খাদেম হবেন। উপদেষ্ঠা আরো বলেন, আমরা আর দেশে গুম-খুন চাইনা।এক ব্যাক্তির শাসন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। 

আর যদি  মনে করেন আগেরটাই ঠিক ছিল। গুম, খুন  ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো ছিল তাহলে ” না” ভোট দিবেন। আর যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই “হা ” ভোট দিবেন। গনভোট প্রচারনার দায়িত্ব সরকারের একার নয়। সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। 

এরপরেও উপদেষ্ঠা পরিষদের সকল সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গনভোটের প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচেছ। আগামী ২২ জানুয়ারীর পর থেকে প্রচারনা গ্রাম পর্যায়ে পৌছে যাবে।

 টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও  পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলার সকল অধিদপ্তরের কর্মকর্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য