বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের রাজধানীর গোপীবাগের বাসায় বুধবার ভোররাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হেলমেট পড়া ২০-২৫ জন যুবক বাসার গলিতে ঢুকে অতর্কিত এ হামলা চালায় বলে অভিযোগ ইশরাকের। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভেঙে গেছে।
এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এ নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব। এ ঘটনায় ইশরাক থানায় জিডি করেছেন।
তিনি জানান, গত রাতে তিনি পরিবারের সঙ্গে গুলশানের বাসায় ছিলেন। এ কারণে কেউ আহত হননি। হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভেঙে দেয়া হয়েছে। হামলার সময় বাসার সামনে ঝোলানো পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে গেছে দুর্বৃত্তরা। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে। ইশরাক বিএনপি বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য।