Wednesday, January 14, 2026
Homeআন্তর্জাতিকইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের মরদেহ জাহাজেই আছে

ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের মরদেহ জাহাজেই আছে


ইউক্রেনের সমুদ্র বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজে রুশ রকেট হামলায় নিহত নাবিকের মরদেহ এখনও জাহাজেই রয়েছে। জাহাজের ভেতরেই মরদেহ ফ্রিজিং করে রাখা হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক পীযুষ দত্ত বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

জাহাজটিতে নাবিক এবং ইঞ্জিনিয়ারসহ এখনও আটাশ জন অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মুহুর্তে জাহাজটি বন্দর ছেড়ে যাওয়া নিরাপদ নয়। নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে জাহাজে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পীযুষ দত্ত আরও জানিয়েছেন, জাহাজটিতে এক মাসের খাদ্য মজুত রয়েছে।

বাংলার সমৃদ্ধি নামের এই জাহাজটি ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে আটকা পড়ে।
বাংলার সমৃদ্ধি জাহাজটির মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

গত ২৬ জানুয়ারি এটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে এবং তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে আর সেখান থেকে বের হতে পারেনি জাহাজটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য